ঢাকা, ১৭ জানুয়ারী ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশে নির্বাচনের আগে-পরে সহিংসতা যখন অনেকটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে তখন অনেকটা স্বস্তি দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে সহিংসতা যেমন ছিল না তেমনি ছিল না গুরুতর অভিযোগও। এরমধ্যে ভোটের পরদিন সোমবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকারের দুটি ছবি। একটি ছবিতে দেখা যায় মেয়র পদে পরাজিত তৈমূর আলম খন্দকারকে মিষ্টিমুখ করাচ্ছেন হ্যাট্রিক করা মেয়র আইভী। অনেকে ফেসবুকের টাইমলাইনে ছবিটি শেয়ার করে এমন উদ্যোগের প্রশংসা করছেন।
খানিক বাদে আরেকটি ছবি ভাইরাল হয় ফেসবুকে। যাতে দেখা যায় মিষ্টি মুখ করার পর পাশের চেয়ারে বসিয়ে ‘ভাতিজি’ আইভীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বিএনপি নেতা তৈমূর আলম।
মেয়র আইভী বিকাল চারটার দিকে নেতাকর্মীদের নিয়ে শহরের মাসদাইর এলাকায় তৈমূরের বাসভবনে যান। সেখানে তারা একে অপরকে মিষ্টিমুখ করান। নগরের উন্নয়নে ‘চাচা’ তৈমূরকে পাশে চান আইভী। এসময় তিনিও ‘ভাতিজি’ আইভীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
দুটি ছবি ফেসবুকে অনেকে শেয়ার করে বলছেন, এমন ছবি ইতিবাচক রাজনীতির প্রতিকৃতি। কেউ বলছেন, রাজনৈতিক অঙ্গন ছবির মতো এমন সুন্দর দেখতে চান।
Leave a Reply