স্পোর্টস ডেস্ক, ২৭ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বকাপে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাকি দলগুলোর জন্য বিপজ্জনক বলে মনে করেন রিকি পন্টিং। ক্রিকেট অস্ট্রেলিয়ায় দেয়া এক সাক্ষাতকারে সাকিবের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়াকে দুইবার বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক। এছাড়া এবারের বিশ্বকাপে সাকিবের অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য ইতিবাচক বলেও জানান রিকি পন্টিং।
বিশ্বকাপ শুরুর আগে আইসিসির সবশেষ র্যাংকিং অনুযায়ী ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার এখন সাকিব আল হাসান। র্যাংকিংয়ে সাকিবের এই শ্রেষ্ঠত্ব শুধু কাগজে-কলমেই নয়, মেগা ইভেন্ট বিশ্বকাপের মাঠেও থাকবে সাকিবের প্রভাব। এমনটাই মনে করেন রিকি পন্টিং। আর বিশ্বকাপে দলগুলোর বিপজ্জনক ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক আয়োজন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে ডেঞ্জারম্যান হিসেবে সাকিবকে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক এই অধিনায়ক।
Leave a Reply