২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার বিকালে ফরিদপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ প্রথম শুরু করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির জাতীয় মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী অসাম্প্রদায়িক রাজনৈতিক দল।’
আওয়ামী লীগকে দেশের অন্যতম প্রাচীন সংগঠন হিসেবে আখ্যায়িত করে ফরিদপুর সদর আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ভাষা, স্বাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতা অর্জনের গৌরবে অভিষিক্ত আওয়ামী লীগ সাত দশকের অভিযাত্রায় শান্তি, সমৃদ্ধি ও দিন বদলের লক্ষ্যে অবিচল, বাঙালি জাতির মুক্তির দিশারী।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘পূর্ব বাংলার বাঙালি জনগোষ্ঠী ও অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তাকে অবজ্ঞায়, অবহেলায় ও ঔপনিবেশিক কায়দায় শোষণ-পীড়ন-দমন ও দাবিয়ে রাখার বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ, প্রতিরোধ এবং গণসংগ্রামের মধ্যদিয়ে গড়ে ওঠা বিপুল জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই দলের নেতা-কর্মীদের ত্যাগ-তিতিক্ষা ও অঙ্গীকারদীপ্ত সংগ্রামী ভূমিকা ইতিহাসবিদিত।’
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ প্রফেসর ডা. হাবিবে মিল্লাত, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, শহর আওয়ামী লীগ সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভি, জেলা যুবলীগ আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম প্রমুখ।
Leave a Reply