ঢাকা, ১১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অসুস্থ রুহুল কবির রিজভীকে দেখতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। আজ বিকাল সাড়ে ৫টার দিকে তারা দুইজন দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান। তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে রিজভীর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন।
উল্লেখ্য, রোববার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন রিজভী আহমেদ। তারপর থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানেই তার চিকিৎসা চলছে। এদিকে ছাত্রদলের নতুন কমিটি গঠনে শিক্ষাবর্ষ নির্ধারণ করে দেয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সকাল থেকে নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রদলের সিনিয়র নেতারা। এক পর্যায়ে তারা কার্যালয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেয়। ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা রিজভী আহমেদকে কার্যালয় ছেড়ে যাবার দাবিও জানান।
Leave a Reply