ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার রাজধানীর মতিঝিলে অবস্থিত একটি অভিজাত হোটেলে আয়োজিত এক কর্মশালায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারের উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক দামে জিনিসপত্র কেনার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে রয়েছে।
এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, প্রতিটি আইটেম আপনি দেখবেন বসে বসে। গাড়ির ব্যবহার, আমাদের চলাফেরা প্রতিটি বিষয়ে আমাদেরকে নতুন ধরনের আচরণ (এটিটুড) নিয়ে কাজ করতে হবে।’ ‘জনগণের প্রতিটি পয়সা আমাদেরকে হিসাব করে খরচ করতে হবে। এখানে কোনো আপস করা হবে না’, বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।
Leave a Reply