ঢাকা, ৩১ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অহেতুক সরকারের সমালোচনার পরিবর্তে গঠনমূলক সমালোচনা করার জন্য বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন,‘আমরা সব সময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। সুতরাং, দয়া করে কার্যকর সমালোচনা করুন। মন্ত্রী আজ সকালে জাতীয় প্রেসক্লাবে এক সভায় এ কথা বলেন।
ড. হাছান বলেন, ‘দেশের মানুষ ও বিশ্ব দেশের বিস্ময়কর উন্নয়নের প্রশংসা করলেও বিএনপি’র চোখে তা ধরা পড়ে না। প্রতিদিন অকারণে সমালোচনা করাই তাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমি বলবো, এরকম অহেতুক সমালোচনা করে নিজেদের হাস্যস্পদ করে তুলবেন না।’
মন্ত্রী বলেন, ‘গঠনমূলক সমালোচনার প্রয়োজন আছে, আমরা সমালোচনাকে সমাদৃত করি, কিন্তু অন্ধ ও অসদুদ্দেশ্যমূলক সমালোচনা কখনো মঙ্গল বয়ে আনেনা। একটা গোষ্ঠী সবসময় সমালোচনা করার জন্যই সমালোচনা করে। যার কোনো অর্থ নেই। গতকাল মীর্জা ফখরুল বলেছেন, বাংলাদেশে নাকি দুর্নীতি-দুঃশাসন চলছে। প্রকৃত অর্থে সুশাসন আছে বলেই দেশ আজ অর্থনৈতিক-সামাজিক সকল সূচকে পাকিস্তানসহ বহুদেশকে এমনকি কিছুক্ষেত্রে ভারতকেও পেছনে ফেলে এগিয়ে গেছে। স্বল্পোন্নত থেকে আমরা আজ মধ্যম আয়ের কাতারে।’
আজীবন অধূমপায়ী ড. হাছান মাহমুদ সভায় তার জীবনের কথা স্মরণ করে বলেন, সাড়ে সাত বছর বয়সে তিনি তার বাবার কাছে জীবনে ধূমপান না করার যে শপথ নিয়েছিলেন, তা আজীবন অক্ষুন্ন রেখেছেন। এসময় তিনি সকল শিশু-কিশোর-তরুণদের আজীবন ধূমপান থেকে বিরত থাকার আহবান জানান। আজীবন অধূমপায়ী ড. হাছানের হাতে এসময় মানস এর বিশেষ সম্মাননা তুলে দেন ডা. অরূপ রতন চৌধুরী।
‘মানস’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপরতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণকারী বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, আকবর হোসেন পাঠান এমপি (চিত্রনায়ক ফারুক) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ জাফর উদ্দীনের হাতে এসময় মানস সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।
ক্ষমতাসীন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ১৬ কোটি মানুষের এ দেশ এক সময় খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিতি পেলেও এখন তা খাদ্য রপ্তানির দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
ড. হাছান বলেন, বর্তমান সরকারের গত দশ বছরে বিভিন্ন উন্নয়ন কর্মসুচি বাস্তবায়নের ফলে দেশের অভুতপূর্ব অগ্রগতি হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন সূচকে ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। কিন্তু এক শ্রেণীর লোক সরকারের এসব সাফল্য চোখে দেখে না। তারা কেবল সরকারের বিরুদ্ধে ষডযন্ত্রই করে যাচ্ছে।
Leave a Reply