ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় সূচনা বক্তব্যকালে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দল হিসেবে একমাত্র আওয়ামী লীগই গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে। বিএনপিসহ মিলিটারি ডিক্টেটরদের হাত ধরে যে দলগুলো তৈরি হয়েছে তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রবিবার সন্ধা ৬টার দিকে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় দেশের মানুষকে শোষন ও বঞ্চনার হাত থেকে রক্ষা ও মুক্তি সংগ্রামের লক্ষ্য নিয়ে।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে দলটির জাতীয় কমিটির বৈঠক হওয়ার রেওয়াজ আছে। ২৪ ডিসেম্বর দলের জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠকে বসল ক্ষমতাসীন দল।
আওয়ামী লীগ সূত্র জানায়, বৈঠকে ২২তম জাতীয় কাউন্সিলের বাজেট অনুমোদন, সম্মেলনে পাশ করানোর জন্য দলের ঘোষণাপত্র ও গঠনতন্তন্ত্রের খসড়া নিয়েও আলোচনা হবে। এছাড়া সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় আসবে।
Leave a Reply