ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির মঞ্চ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহবায়ক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আসছে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি। বিএনপিকে আমন্ত্রণ জানানো স্বাভাবিক বিষয়।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগের বিগত সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার সম্মেলনে তাদের এখনো আমন্ত্রণ জানানো হয়নি। তবে বিএনপিকে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ জানানো স্বাভাবিক।
নানক জানান, বিগত সম্মেলনগুলো জাঁকজমকপূর্ণ হলেও এবার আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে সাদামাটা। এক দিনেই সমাপ্ত হবে সম্মেলন। ইতোমধ্যে সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যে ডিজিটাল বাংলাদেশের নির্মাণ প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করছে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের এই নেতা বলেন, এবার সম্মেলন সাদামাটা হলেও সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী আসবে এবং আনন্দ উৎসবের কোনো ঘাটতি হবে না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ২২তম কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব মির্জা আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহর হিরুসহ অনেকেই।
Leave a Reply