ঢাকা, ১২ জুলাই ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): আওয়ামী লীগের শান্তি সমাবেশে আবারও নেতাকর্মীদের গালি দিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
আজ বুধবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।
এই সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটা ওয়ার্ড ও থানার নেতাকর্মীদের ঢল নামে। সমাবেশে আসা নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার ও প্লে কার্ড। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে সমাবেশে আসা নেতাকর্মীদের ব্যানার নামাতে বলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফি, সহসভাপতি নুরুল আমিন রুহুল।
কিন্তু নেতাকর্মীরা ব্যানার না নামালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যানার নামতে অনুরোধ করেন, তাতেও কর্মীরা ব্যানার নামান নাই। এক পর্যায়ে হুমায়ুন কবির বলেন, এই শুয়োর বাচ্চা ব্যানার নামা। এরপর তিনি চুপ হয়ে যান। তারপরও সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ব্যানার নামান নাই। এর কিছু পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম নেতাকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে ব্যানার নামাতে বলেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুর রহমান , সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, এস এম কামাল হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
Leave a Reply