ঢাকা, ০২ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে তাপসকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন। রির্টার্নিং কর্মকর্তা জানান, তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ফল ঘোষণা করা হয়।
এই সিটির ৭৫টি ওয়ার্ডে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ২৩৪টি। মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।
Leave a Reply