০১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেন গুপ্ত রোডের মুনিরা ভবনে জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আওয়ামী লীগ দেশে কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি করছে।
তিনি বলেন, ‘আজকে কৃষক তার ন্যায্যমূল্য পাচ্ছে না। তিন বছরের শিশু থেকে ৭০ বছরের মহিলাও ধর্ষিত হচ্ছে। এসবই একটি দেশে কৃত্রিম দুর্ভিক্ষের লক্ষ্মণ। ভোটআওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। যে কমিশনের আদলে জাতীয় নির্বাচন হয়েছে, তা নির্বাচন কমিশন ছিল না, ছিল নির্যাতন কমিশন। টেলিভিশনে এখন আর বিনোদনের অনুষ্ঠান দেখা লাগে না, আওয়ামী লীগ নেতাদের বিনোদন দেখলেই হয়। বাংলাদেশে এখন আর প্রতিবাদ হয় না। দেশটাকে বাকশালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী লীগ ছিনতাইকারী রাজনীতি দল। অন্যের কৃতিত্ব নিজের নামে চালিয়ে দেয়।’
তিনি বলেন, ‘তাকওয়ার ওপর ভিত্তি করে আমরা রমজানের রোজা রাখি। জন্ম হলো দুর্ঘটনা, আর মৃত্যু হলো ঘটনা। জীবন-মৃত্যুর মধ্যবর্তী সময়ে আমরা সদকায়ে জারিয়া হিসেবে বিভিন্ন কাজ করি। আল্লাহ তায়ালা জনগণের আশীর্বাদ হিসেবে জিয়াউর রহমানকে পাঠিয়েছিলেন। যারা মুক্তিযুদ্ধের কথা বলে মুখে ফেনা তুলে তারা আজ ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আজকে তারা সত্যকে চাপা দিতে চায়। বাংলাদেশ নামক মরুভূমিতে মরুদ্যান হিসেবে এসেছিলেন জিয়াউর রহমান।’
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফি উদ্দিন আহাম্মেদ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আ. আউয়াল খান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, ফরিদগঞ্জের কৃতি সন্তান এম এ হান্নান।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিম উল্ল্যাহ সেলিমের পরিচালনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান শফিকুজ্জামান, মুনির চৌধুরী, আক্তার মাঝি, হারুনুর রশিদ, জেলা গণফোরাম সভাপতি সেলিম আকবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মন্টুসহ ২০ দলীয় জোট ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply