আজ ২৪ মে শুক্রবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিজেপি এবার ভূমিধস জয় অর্জন করেছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইট করেছে, অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এ সময় ভারতে পুনরায় বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের সঙ্গে তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলো বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অমানবিক নয়, বেগম জিয়া আইনগত কারণেই কারাগারে আছেন। বেগম জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলা হবে, এমন অমানবিক নিষ্ঠুর কাজ এ সরকার করবে না। আমরা আশা করব তিস্তার অমীমাংসিত বিষয়গুলো বাস্তবায়ন করতে যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন হবে।
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
Leave a Reply