ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): অবশেষে বহু দেনদরবারের পর পুলিশ-বিএনপি একমত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার দুপুরে ডিএমপি কমিশনার বরাবর লিখিত আবেদন করলে এই অনুমতি দেয়া হয়।
শুক্রবার বিকাল ৪টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যলয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবি প্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, ‘আগের ২৬ শর্তেই বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করতে হবে।’
ডিবি প্রধান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) কমিশনারের সঙ্গে তারা দুইটি ভেন্যুর কথা বলেছিলেন, কমলাপুর স্টেডিয়াম ও বাংলা কলেজ মাঠ। কিন্তু আজকে তারা আবার আবেদন করে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি চায়। এ বিষয়ে তারা লিখিত দিলে কমিশনার স্যারের সঙ্গে কথা বলে গোলাপবাগ মাঠেই তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।’
ডিবি প্রধান বলেন, ‘সমাবেশ শান্তিপূর্ণ করার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে আমরা যে নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম তা গোলাপবাগ মাঠে দেব। আমাদের টিম ইতোমধ্যে সেখানে কাজ শুরু করেছে, যাতে করে এই সমাবেশকে কেন্দ্র করে কোথাও কোনো অরাজকতা সৃষ্টি না হয়। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ চতুর্পাশে কাজ করছে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করি তাদের আর কোনো সমস্যা নেই। তারা সুন্দর শান্তিপূর্ণ একটি সমাবেশ করবেন।’
এদিকে আটক হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিষয়ে হারুন অর রশীদ বলেন, ‘আমরা তাদের এখনো কোনো রিমান্ড চাইনি। আগেই বলেছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’
Leave a Reply