স্পোর্টস ডেস্ক, ১৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছে আফগানিস্তানের অন্তর্র্বতীকালীন কোচ অ্যান্ডি মোলস। জানা গেছে তার পায়ের চামড়াতে ইনফেকশন হয়েছে। কাল অপারেশন করা হবে। যে কারণে কাল তিনি মিরপুর শেরেবাংলা মাঠে দলের সঙ্গে উপস্থিত থাকতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ দিয়ে শিষ্যদের পরামর্শ দেবেন মোলস।
কাল আফগানিস্তান মিরপুর শেরেবাংলা মাঠে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। এই ম্যাচের আগে কোচ থাকতে পারছেনা তার সঙ্গে। বাংলাদেশের বিপক্ষে এক মাত্র টেস্টে আফগানদের জয়ের পর্দার আড়ালের নায়ক এই কোচ। তাকে ছাড়াই আজ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে মাঠে নামতে হচ্ছে অধিনায়ক রশিদ খানের দলকে। তারপর দিন রোববার আফগানদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ।
Leave a Reply