ঢাকা, ০৬ এপ্রিল ২০২৩ইং ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা বিশ্বাস করি খুব দ্রুতই এই দুঃশাসনের অবসান ঘটবে। আল্লাহর মেহেরবানিতে খুব শিগগিরই আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পাব।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ জাফরুল হাসানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাফরুল হাসানের স্মৃতিচারণ করে নজরুল ইসলাম খান বলেন, একজন যোগ্য সৎ এবং মর্যাদাবান মানুষ হিসেবে তার পরিচিতি যেমন সম্মানিত করেছে, তার সহকর্মী হিসেবেও আমরা অনেক সম্মানিত হয়েছি। তিনি একজন যোগ্য নেতা ছিলেন।
বিএনপির এই নেতা বলেন, এই মানুষটি জানতেন, বুঝতেন, লিখতেন এবং বলতে পারতেন। সকলেই জিনিসটি পারে না। জানা বুঝা লেখা এবং বলা সব যোগ্যতা কারও একসঙ্গে থাকে না। কিন্তু তার মধ্যে ছিল। তিনি কারও সঙ্গে দুর্ব্যবহার করতেন না।
এসময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply