ঢাকা, ০৪ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার সকালে কারওয়ান বাজারে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর কারওয়ানবাজারে এখনো চাঁদাবাজি হয়। এ ধরনের কোনো অভিযোগ বরদাশত করা হবে না।
এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। তারপরেও কিছু কিছু কানে আসছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি যারা চাঁদাবাজি করবেন তারা কারওয়ান বাজার ছেড়ে চলে যাবেন। ১০ বছর আগে যে পরিস্থিতি ছিল তা আমরা হতে দিবো না। আমরা এখানে কোনো ধরনের মাস্তানি, চাঁদাবাজি হতে দিবো না।’
Leave a Reply