ঢাকা, ১৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত দেশের বয়োবৃদ্ধ আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছে। তাকে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে কয়েক দিন তিনি চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আনা হয় জানিয়েছেন তার ছেলে ও সংগঠনটির প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।
মাওলানা আনাস বলেন, বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। তবে কিছু পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। যেহেতু চট্টগ্রাম থেকে আনা হয়েছে, তাই আপাতত আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। তিনি ডা. সারওয়ার আলম ও ডা. মতিউর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
আল্লামা শফীর বয়স ১০৩ বছর। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। গত শনিবার অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গতকাল সোমবার আল্লামা শফী ইন্তেকাল করেছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। বিভ্রান্তি নিরসনে আল্লামা শফীর ছেলে দিয়ে মাওলানা আনাস মাদানী ফেসবুক লাইভে এসে জানান, তিনি এখন স্বাভাবিক আছেন এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
আল্লামা শফী দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম হাটহাজারীর প্রিন্সিপাল। ২০১৩ সালে ব্যাপক আলোচনায় আসা হেফাজতে ইসলামের আমির। কওমি মাদ্রাসাগুলোর সম্মিলিত বোর্ড হাইয়্যাতুল উলয়ার চেয়ারম্যান। তার নেতৃত্বেই কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমানের মর্যাদা দিয়েছে সরকার। দেশে-বিদেশে তার লাখো ছাত্র ও ভক্ত-অনুরাগী রয়েছেন।
Leave a Reply