মোঃ মুনসুর আলী-আশুলিয়া, ০২ এপ্রিল ২০২৩ইং ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকা জেলার আশুলিয়াতে আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকার বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে আলী নুর পরিবহনের দুটি বাস রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাস দুটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবির হোসেন গণমাধ্যমকে জানান, আজ সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে আলী নুর পরিবহনের দুটি বাস রেষারেষি করে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বাইপাইলের দিকে আসা এক মোটরসাইকেল চালক ওই দুই বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এ সময় বিক্ষুব্ধ জনতা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আশুলিয়া থানার সাব ইন্সপেক্টর মাসুদ আল মামুন জানান, বাসের রেষারেষিতে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উত্তেজিত জনগণ এ সময় আলী নূর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
Leave a Reply