মোঃ মুনসুর আলী-আশুলিয়া, ০২ এপ্রিল ২০২৩ইং ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের খোলা থাকা লিফট হাউজের জমে থাকা পানিতে পড়ে ফাতেমা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২ এপ্রিল রোববার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে পানধোয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা পানধোয়া এলাকার মৃত ফিরোজ মিয়ার মেয়ে। সে বড় দুই ভাই ও মায়ের সঙ্গে ওই এলাকায় নানা বাড়িতে থাকতো।
এলাকাবাসীর অভিযোগ, অনেকদিন যাবত নির্মাণাধীন এই ভবনের কাজ চলছে। ২য় তলার ছাদের কাজ চলমান। নিচতলায় লিফটের হাউজ অরক্ষিত। তাতে পানি জমে থাকে। ভবন মালিককে অনেকবার স্থানিয়রা হাউজটির ব্যাপারে বললেও তাদের কথায় কর্ণপাত করেনি সে। ফলে মালিকের অবহেলায় আজ এই ছোট্ট শিশু ফাতেমার জীবন দিতে হলো।
ফাতেমার খালা নূপুর বলেন, সকালে ফাতেমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। আমাদের বাড়ির সামনে নির্মাণাধীন ভবনে খুঁজতে গিয়ে দেখি লিফট হাউজে ফাতেমার জুতা দেখতে পাই, তখন লোক নামিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করি। আমি ভবন মালিককে এই হাউজের ব্যাপারে বলেও কোনো কাজ হয়নি। তাদের গাফেলতির কারণেই আমার ভাগ্নী ফাতেমার মৃত্যু হয়েছে। আমি ভবন মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সাইফুল নামের জনৈক ব্যক্তি বলেন, ভুক্তভোগী পরিবারের সাথে কথা হয়েছে। আমরা যথাসাধ্য ক্ষতিপূরণ দেব। আমরা তো আর মেরে ফেলেনি, তারপরও ত্রুটিবিচ্যুতি থাকতেই পারে। তবে এই ভবনের মালিক কারা? এমন প্রশ্নে তিনি বলেন, শুনেছি পাঁচজন মালিক, এর বেশি জানি না। আমি শুধু হামিদুল নামের একজনের সঙ্গে ওখানে যেতাম।
এ বিষয়ে আশুলিয়া থানার সাব ইন্সপেক্টর আবদুল মালেক বলেন, তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply