বিনোদন ডেস্ক, ১৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দেড় মাসেরও বেশি সময় চিকিৎসা নেয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান। শনিবার (১৫ জুন) দুপুরে তাকে রাজধানীর আসগর আলী হাসপাতাল থেকে অব্যাহতি দেয়া হয়। তবে কিছু শারীরিক পরিচর্যার জন্য দুই সপ্তাহের জন্য নেয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
এর আগে হাসপাতাল থেকে অব্যাহতি পেয়ে প্রধানমন্ত্রী ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এদিকে আসগর আলী হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করেছেন এবং সামনের দিনগুলোতেও তার পাশে থাকবে হাসপাতাল কর্তৃপক্ষ।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত ২৬ এপ্রিল থেকে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এটিএম শামসুজ্জামান।
Leave a Reply