ঢাকা, ২৯ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থল পরিদর্শনে গিয়ে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেছেন, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলনে বিনা মূল্যে পানি সরবরাহ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী কাল শনিবার অনুষ্ঠেয় সম্মেলনে সার্বিক সহায়তারও আশ্বাস দেন মেয়র।
সাঈদ খোকন বলেন, ‘সম্মেলন অনুষ্ঠানে ইতোমধ্যে সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনে আগতদের জন্য আমরা পানি পানের ব্যবস্থা রাখাসহ মাঠে ধুলাবালি যেন না উড়ে সেজন্য মাঠে পানি ছিটানোর ব্যবস্থা, পাবলিক টয়লেটের ব্যবস্থা রেখেছি।’
উদ্যান পরিচ্ছন্ন করার লক্ষ্যে করপোরেশনের পক্ষ থেকে বিশেষ পরিচ্ছন্নতা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র খোকন। আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যান্য নেতাকর্মীকে নিয়ে মেয়র সম্মেলনস্থলের প্যান্ডেলসহ চারপাশ ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply