স্পোর্টস ডেস্ক, ২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইউরোপা লিগের ফাইনালের মঞ্চে বুধবার (২৯ মে) রাতে মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল ও চেলসি। একদিকে লন্ডন ডার্বি, অন্যদিকে ফাইনাল, তাই এ ম্যাচ নিয়ে দর্শকদের উত্তেজনাটাও বাড়তি। এ ম্যাচ দিয়ে চেলসির সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন কোচ মৌরিসিও সারি। তাই ব্লু শিবির ছাড়ার আগে এ ম্যাচে জয় দিয়ে দলের ফুটবলার ও ভক্তদের শিরোপা উপহার দিতে চান তিনি। অন্যদিকে, আর্সেনাল বস উনাই এমেরিও চান ফুটবলারদের শিরোপা উল্লাসে মাতাতে। আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে দু’দলের এই দ্বৈরথ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১টায়।
আর্সেনাল-চেলসি। লন্ডনের দুই অন্যতম পরাশক্তি। এবার মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপা লিগের ফাইনালে। একেতো লন্ডন ডার্বি তার ওপর ফাইনালের মঞ্চ। ফুটবলপ্রেমীরা চ্যাম্পিয়ন্স লিগের অল ইংলিশ ফাইনাল দেখার আগে স্বাদ পেতে যাচ্ছে আরো একটি উত্তেজনাকর ফাইনালের।
এখন পর্যন্ত ১৯৭ বার দেখা হয়েছে দু’দলের। যার মধ্যে চেলসি জিতেছে ৬৩ ম্যাচে। বাকি ৭৭ ম্যাচে হার আর ৫৭ ম্যাচে হয়েছে ড্র। তাই পরিসংখ্যান বলছে কিছুটা পিছিয়ে আছে ব্লুরা। এদিকে, এ ম্যাচ দিয়ে চেলসির সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন কোচ মৌরিসিও সারি। তাই যাবার আগে এ ম্যাচ জিতে ফুটবলারদের নিয়ে শিরোপা উল্লাসে মেতে উঠতে চান তিনি।
মৌরিসিও সারি বলেন, ‘আমার দলে ২০ থেকে ২২ জন দারুণ দারুণ ফুটবলার আছে। তারা সবাই একটা শিরোপার জন্য মুখিয়ে আছে। তাই এ ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলে যাওয়ার আগে অন্তত এই শিরোপাটা চেলসির হাতে তুলে দিতে চাই। আর সে লক্ষ্যেই ছেলেরা খেলবে বলে আমার বিশ্বাস।”
এদিকে, হ্যাজার্ড, হিগুয়েন, পেদ্রোরা থাকায় এ ম্যাচে আক্রমণভাগ নিয়ে কোন চিন্তা করতে না হলেও কোচকে ভাবাচ্ছে মাঝমাঠ। কারণ ইনজুরি আছে দলের একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার এনগোলো কান্তেকে নিয়ে।
মৌরিসিও সারি আরো বলেন, ‘দলে একজনই ডিফেন্সিভ মিডফিল্ডার আছে। আর সেটা কান্তে। আমাদের মিডফিল্ডেও কিছুটা সমস্যা আছে। তাই কান্তের ফাইনালে খেলাটা জরুরি। সম্ভাবনা আছে ওর খেলার। দেখা যাক কি হয়?”
অন্যদিকে, আর্সেনাল শিবিরে ইনজুরি নয়, কোচ উনাই এমেরির কপালে চিন্তার ভাঁজ হয়ে দেখা দিয়েছে গোলরক্ষক পিওতর চেকের খেলা নিয়ে। ফাইনালে চেক খেলবেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করলেন এমেরি।
উনাই এমেরি বলেন, ‘সবাই শিরোপা জয়ের জন্য মাঠে নামে, আমরাও তাই করবো। চেককে ফাইনালে পাবো কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে, তার মত গোলরক্ষক আমাদের দরকার। আশা করি ফাইনালে সব কিছুই ভালো হবে।”
আগের ক্লাব সেভিয়ার হয়ে তিনবার ইউরোপা লিগের শিরোপা জিতেছেন এমেরি। এবার জিতলে আর্সেনালের হয়ে এই শিরোপা জয়ের স্বাদ পাবেন এই গানার কোচ। তাই দেখার অপেক্ষা, ব্লু শিবিরে সারির শেষটা শিরোপা উল্লাস দিয়ে হবে নাকি গানার শিবির উঁচিয়ে ধরবে শিরোপা।
Leave a Reply