দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানো হলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও উপদেষ্টা আসিফ-মাহফুজের পদত্যাগ চাইলেন সাবেক ভিপি নুরুল হক নুর প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি হলেন মোহাম্মদ সুফিউর রহমান শান্তিরক্ষী মিশনে আরও নারী সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না- এমন চর্চা আমরা দেখি না : বিএনপি বিএনপি বৈঠক করলো সিপিবি, বাসদসহ বাম নেতাদের সঙ্গে জাতীয় পার্টির রওশনপন্থিরা জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করলো গণতন্ত্রের কোনো বিকল্প নেই, আর এটি কাউকে চাপিয়ে দেওয়ার বিষয় নয় : মির্জা ফখরুল বিচার ও সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তী সরকার ততটুকু সময় পেতে পারে : এনসিপি ১২ দলীয় জোটের সঙ্গে নির্বাচন ইস্যুতে বিএনপির বৈঠক

ইজ‌তেমার প্রথম পর্ব আজ বাদ মাগ‌রিব শুরু হয়েছে

টঙ্গী-পূবাইল (গাজীপুর), ৩০ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): চান্দ্র মাস ধরে আগামীকাল বাদ ফজরের বদলে আজ বৃহস্প‌তিবার (৩০ জানুয়ারি) বাদ মাগ‌রিব আম বয়ানের মধ্য দিয়ে শুরা‌য়ে নেজামের (যোবা‌য়ের অনুসারী) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে গেছে। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মি‌ডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়‌টি নিশ্চিত ক‌রেন।

 

বিশ্ব ইজতেমায় অংশ নিতে বুধবার থেকেই তুরাগতীরের ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। আজ দুপুর না গড়াতেই ভরে যায় ময়দান। চারপাশ থেকে আসছেন মুসল্লিরা। যত দূর চোখ যায় লাখো টুপি পরা মুসল্লি।

 

আজই ইজতেমার আনুষ্ঠানিকভাবে শুরুর ব্যাপারে মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান বলেন, ‘আর‌বি মাস অনুযায়ী সূর্যা‌স্তের পর থে‌কে দিন শুরু হয়। এ জন্য আমরা আজ বৃহস্প‌তিবার বাদ মাগ‌রিব থে‌কে ইজ‌তেমার আনুষ্ঠানিকতা শুরু করছি।’

 

রাজধানীর সন্নিকটে টঙ্গীর তুরাগ নদীর তীরে ১৬০ একর বিস্তৃত ময়দানজুড়ে প্যান্ডেল। প্রতি বছরের মতো এবারও উর্দু ভাষায় বয়ান শুরু হয়। বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বয়ানের সঙ্গে বাংলা ও আরবি ভাষার তরজমা করা হয়।

 

প্রতিবারের মতো এবারও যোগ দিচ্ছেন দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি। ইজতেমা সফল করতে আয়োজকদের পাশাপাশি কাজ করছে বিভিন্ন সংস্থা।

 

এবারের ইজতেমা শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপ চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় ধাপ ৩, ৪, ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

 

৫৮তম বিশ্ব ইজতেমার শুরায়ে নেজামের প্রথম পর্বের দুই ধাপ শেষে মাঠ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা ইজতেমা করবেন।

 

প্রথম ধাপে অংশ নিচ্ছেন- গাজীপুর, টংগী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, দোহার, ডেমরা, কাকরাইল, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারি, দিনাজপুর, রংপুর, বগুরা, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাংগা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষিপুর, চাদপুর, বি.বাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাপাই নবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ মোট ৪১টি জেলা।

 

দ্বিতীয় ধাপে অংশ নেবেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাংগামাটি, নওগাঁ, বান্দরবন জেলার মুসল্লিরা। এই ধাপে ঢাকার একাংশ সহ ২২টি জেলা অংশ নেবে।

 

গতকাল রাতের তথ্য অনুযায়ী বিশ্বের ৩৬টি দেশের ৭০১ জন বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত হয়েছেন। তার মধ্যে উর্দু ৪১৫ জন, ইংলিশ ২১৮ জন, আরব ৬৮ জন।

 

৩৬টি দেশের মধ্যে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, ইথিওপিয়া, ভারত, ওমান, সৌদি আরব, ইয়েমেন, কিরগিস্থান, দক্ষিন আফ্রিকা, থাইল্যান্ড, পাকিস্তান, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, আলজেরিয়া, মিশর, সিঙ্গাপুর ও জর্ডান অন্যতম।

 

১৪টি বিশেষ ট্রেন

 

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসুল্লিদের যাতায়াত সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ১৪টি বিশেষ ট্রেন পরিচালনা করবে। ট্রেনগুলো ইজতেমা চলাকালীন সময়ে পরিচালনা করা হবে।

 

আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) জুমা স্পেশাল নামে একজোড়া ট্রেন চালানো হবে। জুমা স্পেশাল-১ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে। জুমা স্পেশাল-২ দুপুর ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ৩টা ৪৫ মিনিটে।

 

বিশেষ ট্রেন হিসেবে জামালপুর ও টাঙ্গাইল থেকে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) ২টি ট্রেন চালানো হবে। এর মধ্যে প্রথম ট্রেনটি জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর একটা ২০ মিনিটে।

 

এছাড়া আখেরি মোনাজাতের দিন রোববার (২ ফেব্রুয়ারি) পরিচালনা করা হবে ১০টি ট্রেন। এর মধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল-১ ঢাকা ছাড়বে ভোর ৪টা ৪৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-২ ঢাকা ছাড়বে ভোর ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ঢাকা ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে।

 

অন্যদিকে টঙ্গী স্টেশন থেকে ফেরার পথে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১০টা ৪০ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১১টা ৭ মিনিটে, টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে এবং সর্বশেষ টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে।

 

মোতায়েন থাকবে ৬ হাজার পুলিশ

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, এবারের ইজতেমায় ওয়াচ টাওয়ার থাকবে ১৬টি। ৫টি সেক্টরে ভাগ করে নিরাপত্তা ছক করা হয়েছে। পুরো ইজতেমা মাঠ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। ২০টি মোবাইল টিম, ২০টি চেকপোস্ট থাকবে। ড্রোন ও হেলিকপ্টার টহল থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT