স্পোর্টস ডেস্ক, ৩১ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার একদিন আগে বড় দুঃসংবাদ শুনতে হয়েছে বাংলাদেশের সমর্থকদের। ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। শুক্রবার (৩১ মে) লন্ডনে দলের অনুশীলনের সময় হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। নেটে অনুশীলন করার সময় তামিমের বাঁ হাতে বলের আঘাত লাগে। সবশেষ খবর অনুযায়ী, আজ সারাদিন তিনি ফিজিওর তত্বাবধানে থাকবেন। রাতে তার ব্যথার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, তামিম ছাড়াও ছোটখাটো ইনজুরি কয়েকজনের আছে। তাদের বেশিরভাগই সেরে উঠেছেন। টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে বলতে না চাইলেও জানা গেছে, দু’জনের ইনজুরি নিয়ে শঙ্কা আছে। তবে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তামিমকে নিয়ে শঙ্কার বিষয়টি অনেকটাই পরিস্কার। এছাড়া অলরাউন্ডার সাইফুদ্দিনের পুরনো ইনজুরি জেঁকে বসেছে। প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলার সময় সাইফুদ্দিন কোমরে ব্যথা পেয়েছিলেন। সেই ব্যথা নিয়েই আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন। এরিমধ্যে তার এমআরআই করা হয়েছে। এতে ইতিবাচক খবরই শোনা গেছে। তবে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানিয়েছেন কিছুটা শঙ্কা সাইফুদ্দিনকে নিয়েও আছে।
আঘাত করলে সাথে সাথে মাঠ ছেড়ে চলে যান তিনি। সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও তামিমের চোটের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। অপেক্ষা তাই এখন এমআরআই প্রতিবেদনের।
ওয়ালশ বলেন, ‘তামিমের ব্যাপারে এই মুহূর্তে কোনো আপডেট দেওয়া সম্ভব নয়। মাত্রই ড্রেসিংরুমে ফিরেছে সে। দেখার বিষয় এখন ব্যথা কেমন, হাত ফুলে যায় কিনা। এরপরই এমআরআই লাগবে কিনা, জানা যাবে।’ ‘এটা চিন্তার বিষয়। সে মাত্র নেটে গিয়েছিল। এখনই কিছু বলা কঠিন, বললেও সেটা অনুমান করে বলা হবে। দেখা যাক। ডাক্তার দেখবেন। তারপর আমি বলতে পারব। আশা করি খুব গুরুতর নয়।’।
চোট সমস্যা কেবল তামিমেরই নয়। চোট নিয়ে আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তাদের চোটের ব্যাপারে ওয়ালশ বলেন, ‘আরও দুই দিন সময় আছে। গত ম্যাচে সাইফউদ্দিন চোট পেয়েছে। আজ সে পুরোপুরি বিশ্রামে ছিল, ফিজিওর তত্ত্বাবধানে আছে। তার চোট কাল পর্যবেক্ষণ করে দেখব আমরা।’ ‘মাশরাফিরও কিছুটা চোট সমস্যা আছে, আজ বেশি অনুশীলনও করেনি। কাল বোঝা যাবে অবস্থা। মুস্তাফিজের সমস্যা ছিল। তবে সে এখন ঠিক আছে, আজ ভালো বোলিং করেছে।’ পরিশেষে চোট নিয়ে দুশ্চিন্তা না রাখারই আহ্বান ওয়ালশের। তার ভাষ্য, ‘খেলোয়াড়দের ইনজুরি আছে। কিন্তু এটা নিয়ে আমরা চিন্তিত নই। আশা করি ধীরেধীরে সবাই ঠিক হয়ে যাবে।’
শেষ মুহূর্তে ইনজুরির ধাক্কা আসলেও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, শেষ ম্যাচের আগে ইনজুরি বড় কোন সমস্যা হিসেবে দেখা দিবে না।
Leave a Reply