স্পোর্টস ডেস্ক, ০৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): এবার ইনজুরি নিয়ে কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন নেইমার। কোপা আমেরিকার আগে কাতারের বিপক্ষে প্রীতিম্যাচে খেলতে নামেন এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ১৭ মিনিটের মাথায় লিগামেন্টের চোট নিয়ে মাঠ ছাড়েন প্যারিস সেন্ট জার্মেই তারকা। মাঠে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়। এবং তাতে ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে কোপা আমেরিকা খেলেতে পারবেন না নেইমার। তার লিগামেন্টের চিড় ধরা পরেছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছেন, ‘কাতারের বিপক্ষে বুধবারের ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পায় নেইমার। পরে পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় তার গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইনজুরির ভয়াবহতা, নেইমারের শারীরিক অবস্থা বিবেচনা এবং সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় না থাকায় তার আর কোপা আমেরিকায় খেলা হচ্ছে না।’ ইনজুরির পর নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে জানানো হয়েছে, ‘কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে কাতারের সঙ্গে খেলেতে গিয়ে ইনজুরিতে পরেছেন নেইমার। তার চিকিৎসা ও পূর্নবাসন প্রক্রিয়ার জন্য ৭২ ঘন্টার মধ্যে ক্লাবের মেডিকেল বিভাগে যোগাযোগ করার জন্য। কোপা আমেরিকার প্রস্তুতিমূলক ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল দুটি করেন রির্চালিসন ও গ্যাব্রিয়েল জেসুস।
Leave a Reply