স্পোর্টস ডেস্ক, ০৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভালো শুরুর পর ফিরে গেলেন ওপেনার সৌম্য সরকার। ইনিংসের নবম ওভারে ম্যাট হেনরির বলে বোল্ড হয়েছেন তিনি। ফেরার আগে ২৫ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেছেন তিনি। বিশ্বকাপে আজ লন্ডনের কেনিংটন ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১১ ওভারে ১ উইকেটে ৫৪ রান।
গত ২ জুন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের একাদশ নিয়েই আজ টাইগাররা মাঠে নেমেছে। অন্যদিকে, নিউজিল্যান্ডও তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। ১ জুন শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছিল তারা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
Leave a Reply