ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইরানকে বিশ্বের এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র বললেও এ দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি এও বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবা সব সময়ই রয়েছে। বৃটিশ টেলিভিশন স্টেশন আইটিভি’কে এ কথা বলেছেন তিনি।
ট্রাম্প বলেন, আমি যখন ক্ষমতায় আসি তখন ইরান ছিল ভীষণ শত্রু। ওই সময় তারা ছিল বিশ্বের এক নম্বর সন্ত্রাসী। সম্ভবত এখনও তাই রয়ে গেছে তারা। তার কাছে যখন জানতে চাওয়া হয়, তিনি কি মনে করেন সামরিক অভিযানের প্রয়োজন আছে? তখন জবাবে তিনি বলেন, সব সময়ই এমন সম্ভাবনা আছে। আমি কি চাই? না, আমি চাই না। কিন্তু সব সময়ই এমন একটি সম্ভবনা রয়ে গেছে।
Leave a Reply