০৮ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগর ভবনের তৃতীয় তলার সভাকক্ষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং কোরবানীর পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সভায় সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঘোষণা দিলেন, ঈদুল আযহায় ঢাকা থেকে যারা লঞ্চে বরিশাল যাবেন, তারা ফ্রি বাস সার্ভিস পাবেন।
সভায় মেয়র সিটি করপোরেশনের উদ্যোগে নদীবন্দর থেকে যাত্রীদের ফ্রি বাস সার্ভিসের মাধ্যমে নগরের রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনালে যাত্রী পৌঁছে দেয়ার প্রস্তাব করেন। এতে সবাই সম্মতি দেন।
মেয়র সাদিক বলেন, ‘আমরা চাই কোরবানির ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে এবং কোনো দুর্ভোগ ছাড়াই যেন যাত্রা করতে পারেন। আবার একইভাবে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে কর্মস্থলে ফিরতে পারেন।’ নিরাপদ যাত্রা নিশ্চিতের জন্য লঞ্চ মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে তারা যেন প্রতিযোগিতা না করেন।’
মেয়র হুঁশিয়ারি দেন, ‘যদি কোনো লঞ্চ তাড়াহুড়ো করে কোনো অঘটন ঘটিয়ে আসে, সেই লঞ্চকে আমরা বরিশালের ঘাটে ভিড়তে দেব না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই লঞ্চের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, সেটি তাদেরই ঠিক করতে হবে।’
সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, ‘আমরা যতো দ্রুত সম্ভব কোরবানির বর্জ্য নগর থেকে অপসারণ করব। নগরের ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। যেখানে নগরবাসীকে পশু কোরবানির জন্য আহবান জানানো হচ্ছে। এতে করে আমরা নগরকে দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলতে পারব।’ ‘আমাদের ৩শ’ পরিচ্ছন্নতাকর্মী রয়েছে, কোরবানির সময়ে আরও ৬শ’ কর্মী যুক্ত করা হবে। ময়লা বহনকারী যানবাহনের সংখ্যাও বাড়ানো হবে। তবে যার যার বাসাবাড়ি তারই পরিষ্কার রাখা উচিত।’
সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিসি (দায়িত্বপ্রাপ্ত) ড. একেএম মাহাবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদরদফতর) হাবিবুর রহমান খান, বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার, বিভিন্ন সরকারি
দফতরের কর্মকর্তা, সিটি করপোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply