০৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ফরিদপুর সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জনের মতো। ঈদুল ফিতরের দিন বুধবার সকালে উপজেলার ধুলদী এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদি এলাকায় এ কে ট্র্যাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।
বুধবার (০৫ জুন) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একে ট্র্যাভেলসের একটি যাত্রীবাহী বাস রাতে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসে। সকালে বাসটি ফরিদপুরের ধুলদি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো ২ জন।
দুর্ঘটনার পর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৮ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না। ঈদের ছুটির কারণে চিকিৎসক কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানান, বাস চালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহত এবং আহতদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে। নিহতদের কারো পরিচয় এখনো পাওয়া যায়নি।
Leave a Reply