২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সকাল ১০টায় রাজবাড়ি যাওয়ার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পরিদর্শনকালে ৩নং ঘাট পল্টনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে সবধরণের প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, ‘দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়ায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে বিআইডব্লিউটিসি এই ঘাটে ১৯ টি ফেরি প্রস্তুত রেখেছে। এরমধ্যে ১০টি রো রো, একটি ‘কে’ টাইপ, একটি মিডিয়াম এবং সাতটি ইউটিলিটি ফেরি। আরো একটি রো রো ফেরি দু’একদিনের মধ্যে ফেরি বহরে যুক্ত হবে। চারটি ঘাটের মাধ্যমে নিরবিচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখা হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যাত্রীসেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, শত প্রতিকূলতার মাঝেও ভালভাবে যাত্রী পারাপার করতে পারব। যাত্রীসেবা বাড়াতে বিআইডব্লিউটিসি ৩৫ টি জলযান সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে। যাত্রীসেবা বাধাগ্রস্তকারি চক্রদের আইন শৃংখলা বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।
প্রতিমন্ত্রী বলেন, আরিচা-নগরবাড়ী ঐতিহাসিক ফেরিরুটটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই রুটে শুধু যাত্রী ও মালামাল পরিবহন হবেনা, এটি দৃষ্টিনন্দনও হবে।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু উপস্থিত ছিলেন।
Leave a Reply