ঢাকা, ০১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঘরের পানে ছুটছেন মানুষ। আজও ট্রেনের শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েন উত্তরাঞ্চলের যাত্রীরা। তবে স্বস্তিতে ঢাকা ছাড়ছেন চট্টগ্রাম, সিলেটসহ অন্য অঞ্চলের ট্রেন যাত্রীরা। এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী প্রতিটি লঞ্চই অতিরিক্ত যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। নাড়ির টানে বাড়ি ফেরা। দীর্ঘ অপেক্ষা আর যাত্রার কষ্ট ম্লান প্রিয়জনের সান্নিধ্যের কাছে। তাই যাত্রীদের চোখেমুখে খুশির ঝিলিক।
তবে ট্রেনের শিডিউল বিপর্যয়ে নাজেহাল উত্তরবঙ্গগামী যাত্রীরা। শনিবার (০১ জুন) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনই ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে ছাড়ে। প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছাড়ে রংপুর এক্সপ্রেস। নীলসাগর এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের ৩ ঘণ্টা দেরিতে স্টেশন ছেড়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে স্টেশন ম্যানেজারের দাবি, যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় শিডিউল বিপর্যয় হয়েছে। রোববার থেকে আর ভোগান্তি থাকবে না।
তবে চট্টগ্রাম, সিলেট ও অন্যান্য অঞ্চলের যাত্রীরা বেশ স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন। এদিকে বাড়ি ফিরতে সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় জমান দক্ষিণাঞ্চলের মানুষ। নির্দিষ্ট সময়ে লঞ্চ না ছাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অনেকে। লঞ্চ মালিকরা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে ২১৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাতায়াত করবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টার্মিনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Leave a Reply