২৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এজন্যই তাদের কাছে সবই গুজব মনে হয়। ডেঙ্গু, বন্যা, গুম, খুন সবকিছুকেই সরকার গুজব বলবে কি না সেই প্রশ্নও তুলেছেন তিনি।
আমির খসরু বলেন, ‘যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক থাকবে না জনগণের প্রত্যাশা বা চাহিদা তাদের কাছে গুজবের মতো মনে হবে এটাই স্বাভাবিক। তারা জনগণের ভোট কেড়ে নিয়ে অবৈধভাবে একটি সরকার গঠন করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণের কথা তাদের কানে যাওয়ার কোনো কারণ নেই, তাদেরও জনগণের প্রয়োজন নেই।’
বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের ভোটে তো তারা নির্বাচিত হয়নি। তাই তাদের কাছে সবকিছুই গুজবের মতো মনে হবে। তারা সবকিছুই যখন গুজব মনে করছেন তখন গুজবের সমাধান তারাই দেবে।’
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, ‘গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রেখে ক্ষমতা দখল করে অব্যাহতভাবে দেশ চালানোর যে প্রচেষ্টা এটা বিএনপির সমস্যা নয়, এটা বাংলাদেশের মানুষের সমস্যা।’
এসময় জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সহসভাপতি তারিক আবু আলা চৌধুরী, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, এসএম আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সভাপতি মো. হায়দার আলীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply