ঢাকা, ০৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): অতিরিক্ত যাত্রীচাপের দুর্ভোগ এড়াতে ঈদের ছুটি শেষ না হলেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। এ জন্য সকাল থেকেই রাজধানীর সদরঘাট, কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। এদিকে, স্বস্তিতে এখনো ঢাকা ছাড়ছেন কেউ কেউ। অন্যদিকে, সড়কপথে কোনো যানজট ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে খুশি নগরবাসী। যানজটের ঝামেলা এড়াতেই তাড়াতাড়ি রাজধানীতে ফেরা বলেও জানান তারা।
এবার কর্মস্থল ঢাকায় ফেরার পালা। যদিও উদযাপিত হচ্ছে ঈদের তৃতীয় দিন, শেষ হয়নি ছুটি। এরপরেও ফিরতে হবে ঢাকায়। শনিবার যাদের অফিস কিংবা একটু স্বস্তিতে যারা ফিরতে চান শুক্রবার সকালেই তারা পৌঁছে যান ঢাকায়। ঈদে প্রিয়জনের সান্নিধ্য তাদের প্রেরণা হবে এই যান্ত্রিক নগরে।
একজন বলেন, আগামীকাল থেকেই অনেক ভিড় হবে। তাই আগেই চলে আসা। এখন বাসায় রেস্ট নেব। এদিকে, কমলাপুরে আজও চাপ দেখা যায় বাড়িফেরা মানুষের। নানা কারণে যারা ঈদ করেন ঢাকায় তাদের কেউ কেউ একটু সুযোগ করে ফিরছেন গ্রামে। সেই যাত্রায়ও ছিলো না ভোগান্তি।
আরেকজন বলেন, ঈদের আগে রাস্তায় জ্যাম থাকে, যাওয়া যায় না। যার কারণে ঈদের পরে যাচ্ছি। প্রায় একই চিত্র সড়কের। খুব বেশি চাপ নেই ঢাকা ফেরায়। আবার অনেকেই বাড়ির দিকে ছুটছেন। রোববার সরকারি বেসরকারি বিভিন্ন অফিস শুরু, তাই শনিবার ঢাকা ফেরার চাপ থাকবে অনেক বেশি।
Leave a Reply