হেলথ ডেস্ক, ১৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): দুজন আড়তদারের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় রাজধানীর কারওয়ান বাজারের একটি অংশ লকডাউন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে ওয়াসা ভবনের উত্তর-পশ্চিম দেয়াল সংলগ্ন কাঁচামালের আড়ত লকডাউন করে পুলিশ ও সশস্ত্র বাহিনী। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল হাসনাত খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘দুজন আড়তদার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কারওয়ান বাজারের একটা অংশ লকডাউন করা হয়েছে। এখন থেকে কাউকে বাইরে যেতে দেওয়া হবে না আবার কেউ বাজারে ঢুকতে দেওয়া হবে না।’
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে রেকর্ড দশজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ জনে। একই সময়ে নতুন করে রেকর্ড ৩৪১ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৭২ জনে।
Leave a Reply