বিনোদন ডেস্ক, ১১ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): এই তো কিছুদিন আগের কথা, শরিফুল রাজের সঙ্গে মিমকে জড়িয়ে ঝগড়া জুড়েছিলেন পরীমনি। যদিও মিম বারবার বলে এসেছেন পরীমনির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাজের সঙ্গে পেশাগত কাজের বাইরে তার অন্য কোনো সম্পর্ক নেই।
এবার মুখে না বললেও আরও একবার পরীমনির অভিযোগ ভুল প্রমাণ করার চেষ্টা করলেন ‘পরাণ’-এর নায়িকা মিম। প্রকাশ্যেই নিজের স্বামী সোনি পোদ্দারের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন অভিনেত্রী। সৈকতে মিম আঁচড় কেটে লিখলেন ‘আই লাভ ইউ সোনি’।
আপাতত বাংলাদেশের কক্সবাজারে স্বামী সোনি পোদ্দারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন বিদ্যা সিনহা মিম। সেখান থেকেই ছুটি কাটানোর নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন মিম।
অভিনেত্রীর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সৈকতের বালির উপর নিজের আঙুল দিয়ে আঁচড় কেটে লাভ চিহ্নের মধ্যে সোনির নাম লিখেছেন মিম। তারপর লিখেছেন এম+এস, আই লাভ ইউ।
ভিডিওর ক্যাপশনে মিম লিখেছেন, ‘আমরা সকলেই ছোটবেলায় এগুলো করতাম। আবারও সেই সব স্মৃতির সঙ্গে, সঠিক মানুষের সঙ্গে বাঁচা হলো আশীর্বাদ।’
গত বছরের নভেম্বরে দীর্ঘদিনের বন্ধু সোনি পোদ্দারের সঙ্গে বাগদান সেরেছিলেন বিদ্যা সিনহা মিম। চলতি বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়েন তারা।
সে সময়ও মিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিয়ের ছবি। ক্যাপশনে লিখেছিলেন, ‘কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালবেসেছি, তুমি না আমি?’শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা প্রার্থী।’
কাজের ক্ষেত্রে কিচুদিন আগে মুক্তি পেয়েছে শরিফুল রাজ ও মিম অভিনীত ‘দামাল’ ছবিটি। এর আগে মুক্তি পায় এ জুটির ‘পরাণ’। সেটি দারুণ ব্যবসাসফল হয়েছে। দুটি ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে পরীমনির স্বামী রাজের কাছাকাছি আসেন বলে অভিযোগ উঠেছিল।
রাজ-মিমের সম্পর্কের ক্ষেত্রে ‘পরাণ’ ও ‘দামাল’-এর পরিচালক রায়হান রাফি দালালি করেছেন বলে অভিযোগ এনেছিলেন পরীমনি। পরে বিষয়টি নিয়ে তিক্ততা তৈরি হওয়ায় শরিফুল রাজের সঙ্গে ভবিষ্যতে কখনো কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন মিম।
Leave a Reply