বিনোদন ডেস্ক, ১২ ডিসেম্বর২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): ক্যারিয়ারে সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া ও ক্যাটরিনাসহ হাফ ডজনের বেশি নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান। তবে কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। বয়স হাফ সেঞ্চুরি পেরিয়ে ৫৬-তে পড়লেও এখনো সংসারও পাতেননি কারও সঙ্গে।
এই বয়সে সেই সালমান খান নাকি এবার নিজের মেয়ের বয়সী এক নায়িকার প্রেমে মশগুল। তিনি ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা পূজা হেগড়ে। বলিউডেও হৃত্বিক রোশনের বিপরীতে ‘মহেঞ্জা দারো’ এবং ‘হাউজফুল-৪’ ছবিতে দেখা গেছে।
বলিউডে জোর গুঞ্জন, ৩২ বছর বয়সী সেই পূজার সঙ্গে বর্তমানে চুটিয়ে প্রেম করছেন ৫৬ বছর বয়সী সালমান খান। তাদের বয়সের তফাৎ পাক্কা ২৪ বছর। অর্থাৎ, সালমান খান সঠিক সময়ে বিয়ে করলে পূজার বয়সী একজন সন্তান থাকতো।
সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কী জান’ ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন পূজা হেগড়ে। আরও রয়েছেন শেহনাজ গিল। এই অভিনেত্রীর সঙ্গেও কিছুদিন আগে নাম জড়িয়েছিল সালমানের। তবে সেটা ছিল নিছকই গুজব।
শোনা যাচ্ছে, এই ছবির শুটিংয়ের মাঝে সালমানের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন পূজা হেগড়ে। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। তবে সালমানের সঙ্গে প্রেম কি গোপনে থাকতে পারে? যথারীতি বলিউডের বাতাসে দাবানলের মতো ছড়িয়েছে সেই খবর।
সম্প্রতি ফিল্ম ক্রিটিক উমাইর সান্ধুর টুইটে সর্বপ্রথম সামনে আসে সালমান ও পূজার প্রেমের খবর। তিনি দাবি করেছেন সলমান এবং পূজা এখন সম্পর্কে রয়েছেন। সালমানের সঙ্গে আরও দুটি ছবির চুক্তিতে সই করেছেন পূজা, এমনটাই খবর।
কিন্তু এখন আপাতত কাজের ফাঁকে দুজনে একসঙ্গে সময় কাটাচ্ছেন। সালমানের একজন ঘনিষ্ঠ বন্ধুই তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে এনেছেন। তবে সত্যিটা আসলে কী, তা নিশ্চিত হওয়া যাবে সালমান বা পূজা মুখ খুললেই। সেই অপেক্ষায় সবাই।
Leave a Reply