স্পোর্টস ডেস্ক, ০৬ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): শুরুতে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল পেস সহায়ক উইকেট হবে। তিন বা চার পেসার নিয়েই সাজানো হবে টাইগারদের বোলিং আক্রমণ। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কোন স্পেসালিস্ট পেসার ছাড়া মোট ৭ স্পিনার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেটে ৩৪২ রানে আল আউট হয়ে গেল আফগানরা। এরপর বাংলাদেশের অবস্থা আরো খারাপ। ১৯৮ রান তুলতে নেই ৮ উইকেট। যা এখন টেস্ট হারের শঙ্কায় ফেলেছে দলকে।
আজ এক সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমাদের ফিঙ্গার স্পিনার ও ওদের রিস্ট সিস্পনার এই হলো দুই দলের বোলিংয়ের পার্থক্য। ওদের ফিঙ্গার স্পিনার নবী ভাই ভালো করেছেন। ২টি উইকেট পেয়েছেন। আমাদের কিন্তু ফিঙ্গার স্পিনারই ১০টি উইকেট পেয়েছে। তবে ওদের রিস্ট স্পিনাররা বেশি আক্রমণাত্মক ছিল। এমন ফ্ল্যাট উইকেটে রিস্ট স্পিনার ছাড়া খেলা কঠিন হয়ে যায়। আমরা কিন্তু এমন উইকেট আশা করিনি। তাই পরিস্থিতি আমাদের জন্য কঠিন।’
চাওয়ার বিপরীতে পারফরম্যান্স দেখে বিস্মিত হয়েছেন? এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমরা সবাই সারপ্রাইজড, আমরা এমন কিছু (পারফরম্যান্স) আশাই করিনি। পুরাই বিপরীত। তার মানে এমন নয় যে ভালো কিছু করতে পারবো না। অনেক সময় আশার মত হয় না। তবে ভালো দল যারা, তারা বক্সের বাইরের কোন প্রশ্ন এলে তার উত্তর দিয়ে প্রমাণ করে। আমরাও চেষ্টা করবো সেই উত্তরগুলো দিতে।’ কেমন উইকেট চেয়েছিলেন তিনি সেই প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন টাইগার অধিনায়ক।
সাকিব বলেন, ‘না, আসলে উইকেট নিয়ে চাওয়া-পাওয়াগুলো আমি এইভাবে প্রকাশ করতে চাই না। খুবই গোপনীয়তার সঙ্গে পরিকল্পনাগুলো তৈরী হয়। যে কারণে আমি চাই না এগুলো প্রকাশ হোক। তবে এটা সত্যি যে আমরা যেমন চেয়েছিলাম তা হয়নি। হ্যা, অধিনায়ক হিসেবে চাওয়ার বাইরে উইকেট পাওয়া দুঃখজনক। তবে এখন এসব নিয়ে আলোচনা করে লাভ নেই। আমাদের কাজ হলো কীভাবে এখান থেকে বের হওয়া যায় তা নিয়ে কাজ করা।’
Leave a Reply