ঢাকা, ১৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছোটভাই জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রক্তের সংক্রমণ কমলেও শরীর অন্যান্য অঙ্গ প্রতঙ্গ কাজ করছে না। তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
তিনি বলেন, লাইফ সাপোর্টে থাকার পর থেকে তার কিছু অঙ্গ প্রতঙ্গ কাজ করছিল না। তার অবস্থার তেমন উন্নতি না হলেও চিকিৎসকরা আশাবাদী। তার লিভার যেটা কাজ করছিল না সেটা এখনও সেই অবস্থাতেই আছে।
Leave a Reply