১৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট):সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরের পল্লী নিবাসে দাফন করার অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ। সেই সাথে এরশাদের পাশে কবরের জায়গা রাখার অনুরোধও করেছেন তিনি। আজ মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান।
এদিকে, কবর ইস্যুতে উত্তেজনার মাঝেই রংপুর ঈদগাহ মাঠে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জানাজা সম্পন্ন হয়েছে। এরশাদের জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ।
এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটে মরদেহবাহী হেলিকপ্টার রংপুর সেনানিবাসে পৌঁছায়। পরে সেখান থেকে দুপুর ১টার দিকে রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরদেহ আনা হয়। এ সময় একে একে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা শ্রদ্ধা জানান।
Leave a Reply