বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার (২০ মে) বিকেলে তাকে আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি স্বাভাবিকভাবে বিছানা ছেড়ে উঠছেন, দাঁড়াতে পারছেন। স্বাভাবিক খাবার খাচ্ছেন।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বিভাগে কর্তব্যরত চিকিৎসক ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ মো. মতিউল ইসলাম জানান ‘একজন সংকটাপন্ন রোগীর ইতিবাচক খবর জানাতে পেরে ভালো লাগছে। আজ বিকেল পাঁচটায় তাকে আইসিইউ থেকে কেবিনে পাঠানো হয়েছে। আপাতত কয়েক দিন তিনি সেখানে থাকবেন। আশা করছি তিনি শিগগিরই বাড়ি ফিরতে পারবেন।’
Leave a Reply