হেলথ ডেস্ক, ০২ মে ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): কক্সবাজারে এক চিকিৎসক দম্পতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা চট্টগ্রাম করোনা ভাইরাসের চিকিৎসা কেন্দ্র ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সম্প্রতি ঢাকার মহাখালীতে অবস্থিত এনআইসিউই মেমোরিয়াল হাসপাতালে ওই ডাক্তার দম্পতির একটি সন্তান ভূমিষ্ঠ হয়। ওই সময়ে করোনা আক্রান্ত হন বলে ধারণা করেন তারা। নবজাতক শিশু সন্তানটি জম্মের পর থেকে অসুস্থ ছিলেন। বর্তমানে তাদের সদ্য প্রসূত সন্তান একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে আছেন।
করোনা আক্রান্ত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক জানান, প্রায় ১০ দিন আগে তাদের করোনা জীবাণু শনাক্ত হলেও এখন পর্যন্ত তাদের শরীরে করোনার কোন উপসর্গ দেখা যায়নি। করোনা সনাক্ত হওয়ার পর নিজেরা চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ভর্তি থাকলেও তারা সু্স্থ ও স্বাভাবিক আছেন।
Leave a Reply