হেলথ ডেস্ক, ২৩ মার্চ ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাসের সংক্রমণ রোধে উন্মুক্ত কোর্টে শুনানি না করে বিচারপতির খাসকামরায় বসে মামলার আদেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। আদালতকক্ষে জনসমাগম এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ উন্মুক্ত আদালতে এই সিদ্ধান্তের কথা জানান। এসময় আদালত কক্ষে সুপ্রিম কোর্টের বারের সভাপতি এ এম আমিন উদ্দিন উপস্থিত ছিলেন।
বেঞ্চের সিনিয়র বিচারপতি মো. আশরাফুল কামাল জানান, আগামীকাল পরীক্ষামূলকভাবে খাসকামরায় বসে মামলার আদেশ দেবেন তারা। মামলার আবেদনের নথি ও সংশ্লিষ্ট আইনজীবীদের মোবাইল নম্বর রাখা হবে। মামলার সম্পৃক্ত এবং আইনি কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে মোবাইলের মাধ্যমে তারা জেনে নেবেন। এক্ষেত্রে কোনো পক্ষই যেন ভুক্তভোগী না হন সে বিষয়টিও তারা দেখবেন বলে জানান।
এর আগে হাইকোর্টের উপরোক্ত বেঞ্চ রবিবার খাসকামরায় চিকিৎসক-নার্সদের করোনা প্রতিরোধক সরঞ্জাম দিতে সরকারকে নির্দেশ দেন।
Leave a Reply