হেলথ ডেস্ক, ২৩ মার্চ ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশের সব বই বিক্রির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোন ভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখতে ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব বই বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। আজ সোমবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব পুস্তক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ অবস্থায় দেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সব সদস্যকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান উল্লেখিত সময় পর্যন্ত বন্ধ রাখার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে। এছাড়াও বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।
Leave a Reply