ঢাকা, ০৫ এপ্রিল ২০২১ইং (দেশপ্রেম রিপোর্ট): ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আমিন জুয়েলার্সের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলামের ছেলে কাজী আমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমিন জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
সোমবার সকাল ৭টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বাদ জোহর বনানী ওয়াপদা জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
কাজী আমিনুল ইসলাম-এর মৃত্যুতে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত সভাপতি. বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি. লালন গবেষণা একাডেমী চেয়ারম্যান. বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি. দক্ষিণবঙ্গ উন্নয়ন পরিষদের সভাপতি. অনলাইন জার্নালিস্ট ইউনিটির সভাপতি. মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি. ডেইলি মর্নিং অবজারভারের প্রধান সম্পাদক. সিনিয়র সাংবাদিক. বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব. বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এদিকে কাজী আমিনুল ইসলামের মৃত্যুতে আরো গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ঢাকাটাইমস, ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply