হেলথ ডেস্ক, ০২ মে ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাসে অস্তিত্ব পাওয়া গেছে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) গাজী সালাউদ্দিনের শরীরে। গত শুক্রবার সন্ধ্যার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ‘নিপসম’ থেকে তার করোনা শনাক্তের বিষয়টি জানায়। মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩০ এপ্রিল ওসি সালাউদ্দিনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানায়। এ খবর জানানর পর তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, তার সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে তিনি কিভাবে সংক্রমিত হয়েছেন তা জানা যায় নি।
Leave a Reply