হেলথ ডেস্ক, ০৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ মারা গেছেন। মহামারিটির ইতিহাসে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। মঙ্গলবার এই মৃতের সংখ্যা প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তারা। জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে, দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ১৩ হাজারে। এছাড়া, দেশজুড়ে আক্রান্ত হয়েছেন আরো ৩ লাখ ৯৮ হাজার মানুষ। পুরো বিশ্বের মধ্যে একক দেশ হিসেবে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। বাংলাদেশ সময় বুধবার বিকেল ৪টা পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৮২ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখের বেশি।
যুক্তরাষ্ট্রে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা গেছে নিউ ইয়র্কে। কেবল সেখানেই মঙ্গলবার মারা গেছেন ৭৩১ জন। এখন পর্যন্ত সেখানে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। কেবল এই রাজ্যটিতেই আক্রান্তের সংখ্যা ইতালির মোট আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। রাজ্যের গভর্নর অ্যান্ড্রিও কিয়োমো বলেছেন, নিউ ইয়র্কে করোনার প্রাদুর্ভাব সর্বোচ্চ পর্যায়ের পৌঁছানোর কাছাকাছি রয়েছে। রোগীদের চাপে ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্যব্যবস্থা। তিনি মানুষজনকে ঘরের ভেতর থাকার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply