হেলথ ডেস্ক, ২৯ জুলাই ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। আজ বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।
মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লা সদর উপজেলার তালতলা এলাকার মৃত আলী মিয়ার ছেলে মো. জুলফিকার আলী টিটু (৪৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মোমেনের ছেলে ফুলমিয়া (৬৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ওমর আলীর মেয়ে আতন্নেচ্ছা (৭৭), কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল জলিলের মেয়ে শাহানারা বেগম (৫৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাদিরপুর এলাকার আবদুল মতিনের ছেলে শাহাজাহান (৫৫) এবং কুমিল্লার ক্যান্টেনমেন্ট এলাকার জহিরুল ইসলামের মেয়ে তাসলিমা (৪০)।
উল্লেখ্য, এ পর্যন্ত কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৭৫ জন। অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩৬০ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৫৬৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪১ জন।
Leave a Reply