০৩ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় ফেনী পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানকে বহনকারী গাড়ির চাপায় তিন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন চানন্দুল এলাকার ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা ওই কারখানার শ্রমিক ছিলেন। নিহতরা হলেন- জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া গ্রামের নাছিমা আক্তার (৩৬) এবং সদর দক্ষিণ উপজেলার জগপুর গ্রামের তানজিনা আক্তার (২৮) ও কাজল বেগম (৩২)।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপারসহ তার সঙ্গে থাকা অন্যরা সামান্য আহত হলেও সবাই নিরাপদে আছেন। চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনজুরুল হক জানান, ফেনী পিবিআইয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফেনী থেকে ঢাকায় ফিরছিলেন। তাকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে অপেক্ষমান নারী শ্রমিকদের চাপা দেয়। এতে ৮ থেকে ৯ জন নারী শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে আনার পথে ৩ জনের মৃত্যু হয়। এদিকে, ওই দুর্ঘটনায় আহত অপর শ্রমিকদের কুমেক ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply