হেলথ ডেস্ক, ০১ মে ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): কুমিল্লার উপজেলার ব্রাহ্মণপাড়ার করোনা আক্রান্ত এক ব্যক্তি নিজ বাড়ি থেকে পালিয়ে গেছেন। তার রিপোর্ট পজিটিভ এলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বাড়িতে গিয়ে তাকে পাননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন ২৫ মার্চ চট্টগ্রাম থেকে উপজেলার নাইঘর বড় বাড়ি গ্রামের ওই যুবক বাড়িতে আসেন। খবর পেয়ে ২৬ তারিখ তার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফল পজিটিভ আসে। তার বাসায় গেলে ওই যুবকের মা জানান, সে ২৬ তারিখ বিকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গেছে।
থানার অফিসার ইনচার্জ আজম মাহমুদ বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির বর্তমান অবস্থানের একটি তথ্য আমরা পেয়েছি। তাকে খুঁজে বের করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
Leave a Reply