হেলথ ডেস্ক, ০১ মে ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): কুমিল্লার চান্দিনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মা-ছেলে সহ আরও ৩ জন। এদের একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। চান্দিনার একজন করোনা আক্রান্ত ব্যক্তি কুমিল্লা শহরের নজরুল এভিনিউ রোডে অবস্থিত ট্রমা সেন্টারে বক্ষব্যাধি চিকিৎসকের চিকিৎসা নিয়েছেন। সে কারনে কুমিল্লা ট্রমা সেন্টার লকডাউন করা হয়েছে। আইইডিসিআর থেকে ওই তিনজনের করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট আসে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন আক্রান্তদের বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান লকডাউন করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, আক্রান্ত মা-ছেলে চান্দিনা উপজেলা সদরের ধানসিঁড়ি আবাসিক এলাকায় বসবাস করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান এই কর্মকর্তা বলেন, আক্রান্ত অপরজনের বসবাস চান্দিনা পৌরসভার হারং ভূইয়া বাড়িতে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য (৬৫)। তিনি পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য সম্প্রতি কুমিল্লায় একজন ডাক্তারের চেম্বারে গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। তবে, বিষয়টি এখনও নিশ্চিত না।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ জানান, উপজেলায় নতুন করে শনাক্ত ৩ জনের বাসভবন ও ব্যবসায় প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে। এ পর্যন্ত কুমিল্লা জেলায় ১৭৮৪ জনের নমুনা সংগ্রহ করে ১৬৮৩ জনের রিপোর্টে ৮০ জন অাক্রান্ত।
Leave a Reply